১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

  • আপডেট: ০৬:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • 3443

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মো. কালুমিয়া প্রকাশ কালু আনোয়ারা উপজেলার বারশাত দক্ষিণ পাড়ার মাদানীর বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদি নম্বর ২৪২২/এ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম বলেন, সোমবার বিকেলে কারাগারের ভেতরেই মো. কালুমিয়া অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল চার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কর্ণফুলী থানার অস্ত্র মামলায় দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মো. কালুমিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে মো. কালুমিয়া কারাগারে ছিলেন। গত অক্টোবর মাসে অসুস্থ থাকাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সর্বাধিক পঠিত

হাসনাতের বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ব গল্পের সম্ভার: বিবৃতিতে সেনাসদর

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

আপডেট: ০৬:২৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. কালু মিয়া প্রকাশ কালু (৭৮) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
মো. কালুমিয়া প্রকাশ কালু আনোয়ারা উপজেলার বারশাত দক্ষিণ পাড়ার মাদানীর বাড়ির মোখলেছুর রহমানের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কয়েদি নম্বর ২৪২২/এ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহীম বলেন, সোমবার বিকেলে কারাগারের ভেতরেই মো. কালুমিয়া অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল চার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কর্ণফুলী থানার অস্ত্র মামলায় দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন মো. কালুমিয়া। ২০২২ সালের ১৬ মে থেকে মো. কালুমিয়া কারাগারে ছিলেন। গত অক্টোবর মাসে অসুস্থ থাকাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।