চট্টগ্রাম প্রতিবেদক : দুস্থ ও অসহায় সহস্রাধিক পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লায়ন ইমরানের ঈদের উপহার পেয়ে এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে আনন্দের বন্যা বইছে। এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে সর্বজনের প্রশংসা কুড়িয়েছেন শিল্পপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। ১০ই এপ্রিল ২০২৩ ইংরেজি সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নস্থ সিমনী শীপ রিসাইক্লিং ইন্ডাষ্ট্রিজের ইয়ার্ডে শিল্পপতি সিমনী গ্রুপের কর্ণধার লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এর উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। জানাগেছে সীতাকুণ্ড উপজেলার অর্ন্তগত সীতাকুণ্ড পৌরসভা, বাঁশবাড়িয়া, বারআউলিয়া, বাড়বকুণ্ড, কদমরসূল, মাদাম বিবিরহাট, ভাটিয়ারী, বি এম এ গেইট, জলিল গেইট, বি টি সি গেইট, বানুর বাজার, তুলাতুলি, ইমাম নগর, আব্দুল্লাহর ঘাঁটা রোড, ফৌজদারহাট রোড, বাংলাবাজার, ফকির হাট, পাক্কা রাস্তার মাথা, লতিফপুর, সিটি গেইট, কাট্টলি, নিউ মন্সুরাবাদ, এ কে খান গেইট, ইস্পাহানী মোড় ও আকবরশাহ্ এলাকার জনগণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে মনের আনন্দে উপহার সামগ্রী নিয়ে নিজ নিজ বাড়ি ফিরেন। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এবং সিমনী গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের শৃঙ্খলার পাশাপাশি আন্তরিকতার সাথে উক্ত উপহার সামগ্রী বিতরণ এলাকার গণমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এদিন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। এসময় উপস্থিত ছিলেন তাঁর বড় ভাই সীতাকুণ্ডউপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, লায়ন্স ক্লাব অব চিটাগং-এর প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের ডিস্ট্রিক্ট জিইটি কো-অরডিনেটর ডেজিগনেট লায়ন নিশাত ইমরান, তাঁর কন্যা তাহিয়া নিশাত ইমরান প্রমুখ।
শিরোনাম:
লায়ন ইমরানের ঈদের উপহার পেয়ে সীতাকুণ্ডের দুস্থ ও অসহায়দের মাঝে আনন্দের বন্যা
- Reporter Name
- Update Time : ০৬:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- 10856
Tag :
সর্বাধিক পঠিত