সূর্যোদয় প্রতিবেদক : রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রোববার সকালে হাইকোর্টে মতিউর রহমানের পক্ষে জামিন আবেদন করা হয়। বিকেলে আদালতে যান তিনি। গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।
শিরোনাম:
প্রথম আলো সম্পাদকের ৬ সপ্তাহের আগাম জামিন
- দৈনিক সূর্যোদয়
- Update Time : ০১:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
- 1164
Tag :
সর্বাধিক পঠিত