Dhaka ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে বিক্ষোভে বিএনপি সমর্থিত আইনজীবীরা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • 3867

আদালত প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দিন পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হলেও দ্বিতীয় দিন ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। একই সঙ্গে তারা বিক্ষোভও করছেন। এদিকে ভোটগ্রহণ থেকে বিরত থেকে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সাদা-সাদা সেøাগান তুলে বিক্ষোভ করছেন। এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের আট বিচারপতির কাছে এ নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা। পরে বিএনপি থেকে সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তথাকথিত নির্বাচন বন্ধ করুন। গতকাল বুধবার আইনজীবী ও সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি প্রধান বিচারপতিকে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রসহ নির্বাচন সংক্রান্ত সমস্ত কাগজপত্র প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের আট বিচারপতিকে দিয়েছি। নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মুনসুরুল হক চৌধুরীর পদক্ষেপ সম্পর্কে জানিয়ে আমরা বলেছি সাব কমিটির প্রধান যদি পদত্যাগ করেই থাকেন, তাহলে নতুন করে সাব কমিটি গঠনের আগে ভোট করার সুযোগ নেই। গত বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু দুই পক্ষের হট্টগোলের কারণে ভোট হয়নি। এর মধ্যে আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন সাংবাদিকসহ অনেক আইনজীবী আহত হন।

Tag :
সর্বাধিক পঠিত

সুপ্রিম কোর্টে বিক্ষোভে বিএনপি সমর্থিত আইনজীবীরা

Update Time : ০৮:৫৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

আদালত প্রতিবেদক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দিন পুলিশের লাঠিচার্জ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের মধ্য দিয়ে শেষ হলেও দ্বিতীয় দিন ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের আইনজীবীরা। একই সঙ্গে তারা বিক্ষোভও করছেন। এদিকে ভোটগ্রহণ থেকে বিরত থেকে নতুন করে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সাদা-সাদা সেøাগান তুলে বিক্ষোভ করছেন। এর আগে সকালে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের আট বিচারপতির কাছে এ নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা। পরে বিএনপি থেকে সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, তথাকথিত নির্বাচন বন্ধ করুন। গতকাল বুধবার আইনজীবী ও সাংবাদিকদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি প্রধান বিচারপতিকে। এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রসহ নির্বাচন সংক্রান্ত সমস্ত কাগজপত্র প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের আট বিচারপতিকে দিয়েছি। নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মুনসুরুল হক চৌধুরীর পদক্ষেপ সম্পর্কে জানিয়ে আমরা বলেছি সাব কমিটির প্রধান যদি পদত্যাগ করেই থাকেন, তাহলে নতুন করে সাব কমিটি গঠনের আগে ভোট করার সুযোগ নেই। গত বুধবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু দুই পক্ষের হট্টগোলের কারণে ভোট হয়নি। এর মধ্যে আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন সাংবাদিকসহ অনেক আইনজীবী আহত হন।