সূর্যোদয় ডেস্ক : শীতের পরে প্রথম বৃষ্টির মুখ দেখলো রাজদানীবাসী। ১৫ মার্চ বুধবার সকাল থেকেই মেঘে ছেয়ে যায় ঢাকার আকাশ। এরপর দেখা মেলে বৃষ্টিরও। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা শহরের মেঘলা আকাশ খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না বলেও জানানো হয়েছে। এদিকে, বেশ কয়েক দিন থেকে দেশের বিভিন্ন জায়গায় মৃদু তাপদাহ বয়ে যায়। তবে কালবৈশাখী হলে ক্ষতির সম্মুখীন হতে পারে অনেকেই। ধুলায় ভরা ঢাকা শহর এমনিতেই দূষিত শহরের তালিকায় ছিল বেশ কিছুদিন। আজ বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দিনে ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।
শিরোনাম:
শীতের পরে প্রথম বৃষ্টি রাজধানীতে
- Reporter Name
- Update Time : ০৭:২৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- 3892
Tag :
সর্বাধিক পঠিত