কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকা থেকে পাইপগান ও কার্তুজসহ রুকনুজ্জামান ওরফে রোকন (৩৮) নামে সাত মামলার আসামিকে গ্রেপ্তার করেছে বাজিতপুর থানা পুলিশ। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে এগারোটায় বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রুকনুজ্জামান রোকন বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের শামছুদ্দিনের ছেলে। ওসি জানান, রোকনের বিরুদ্ধে বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে সাতটি মামলা আদালতে বিচারাধীন । গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাজিতপুর থানার এসআই দেলোয়ার হোসেন ফোর্স নিয়ে বাজিতপুর থানার দক্ষিণ সরারচর থেকে রোববার রাতে গ্রেপ্তার করে। এসময় তার শরীরে লুকিয়ে রাখা একটি পাইপগান ও ২টি রাবার কার্তুজ উদ্ধার করে। তার বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
শিরোনাম: