সূর্যোদয় প্রতিবেদক : কুমিল্লার মেঘনা থানার ৪ নং মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বাতেন খন্দকারের ইয়াবা নামের মাদক সেবনের ছবি তদন্ত প্রতিবেদনটি তৈরী করতে গিয়ে পাওয়া গেছে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকের বিভিন্ন আইডিতে ছবিটি দেখা যায়। ভাইরাল ওই ছবিটিতে দেখা যায়, লাল রঙের টি শার্ট পরা মানিকারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বাতেন ইয়াবা নামক মাদক সেবন করছেন। একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় তুলেছেন জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জানা গেছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লার মেঘনা থানার ৪ মানিকারচর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জাকির হোসেন গত সেপ্টেম্বর মাসে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার। কারাবন্দী নির্বাচিত চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউপি সদস্য ১ নং প্যান্যেল চেয়ারম্যান মোহাম্মদ বাতেন খন্দকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গেয়ে প্যানেল চেয়ারম্যান বাতেন মানিকারচর ইউনিয়ন থেকে শুরু করে মেঘনা থানার বিভিন্ন এলাকার মাদক ব্যাবসার সিন্ডিকেট গঠন এলাকায় চাঁদাবাজি, দখল বাণিজ্যসহ সকল ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। দায়িত্ব প্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মাদকাসক্ত হওয়ায় ইউনিয়নবাসী চরম ভোগান্তিতে পড়েড়ছেন। এলাকাবাসী জানান প্রায় সময়ই মানিকারচর ইউনিয়নবাসী মাদকাসক্ত অবস্থায় দেখতে পায় মোহাম্মদ বাতেন খন্দকারকে।
শিরোনাম:
মেঘনা থানার মানিকারচর ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ছবি ভাইরাল
- Reporter Name
- Update Time : ০৭:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- 3575
Tag :
সর্বাধিক পঠিত