নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। এখন পর্যন্ত এই নিহত ১৭ জনের পরিচয় পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহতরা হলেন-মো. সুমন (২১), ১ নং সুরি টোলা, বংশাল ঢাকা, গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানা। মো. ইসহাক মৃধা (৩৫), কাজির হাট, বরিশাল। ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। মো. মুনসুর হোসেন (৪০), পশ্চিমপাড়া যাত্রাবাড়ী। মো. ইসমাইল (৪২), ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজার। মো. আল আমিন (২৩), পশ্চিম লালপুর, মতলব, চাঁদপুর। আলামিন বিবিএ শিক্ষার্থী বলে তার ভাই হাবিবুর রহমান জানান। মো. রাহাত হোসেন (১৮), মাস্টার বাড়ি, দক্ষিণ চুনকুটিয়া, কেরানীগঞ্জ। মমিনুল ইসলাম (৩৮), ১১৫/৭/৫ ইসলামবাগ, চকবাজার। নদী বেগম (৩৬), ১১৫/৭/৫ ইসলামবাগ, চকবাজার থানা। মো. মাঈন উদ্দিন (৫০), গ্রাম-সৈয়দপুর, মুন্সিগঞ্জ সদর। নাজমুল হোসেন (২৫), ৪৭ নং কে পি ঘোষ স্ট্রিট, বংশাল। ওবায়দুল হাসান বাবুল (৫৫), চর বেউথা গ্রাম, মানিকগঞ্জ সদর। আবু জাফর সিদ্দিক (৩৪), মুন্সিগঞ্জ, গজারিয়া, বালুয়া কান্দি। আকুতি বেগম (৭০), ১৮/১ আগামাসি লেন, বংশাল। মো. ইদ্রিস মির (৬০), মীর হাজারীবাগ যাত্রাবাড়ী নুরুল ইসলাম ভূইয়া (৫৫), মাতুয়াইল, যাত্রাবাড়ী, ঢাকা। মো. হৃদয় (২০), সিদ্দিক বাজার জাবেদ গলি, বংশাল। মো. সম্রাট (২২) বিস্ফোরণে আহত অর্ধশতাধিক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিস্ফোরণের পর ভবন থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে।
শিরোনাম:
গুলিস্তানে বিস্ফোরণে নিহত ১৭ জনের পরিচয়
- Reporter Name
- Update Time : ০৫:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- 3178
Tag :
সর্বাধিক পঠিত