কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২৩ সালের অগ্নিঝরা মার্চে বিএনপি-জামায়াত পাকিস্তানিদের মতো একই আচরণ এবং চরিত্র প্রদর্শন করলো। অগ্নিঝরা মার্চকে অস্বীকার করে ঘরের মাঝে লুকিয়ে থাকা কার্যত ৭১ সালের মার্চ মাসে পাকিস্তানিরা বাংলাদেশের জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে যে চরিত্র এবং আচরণ দেখিয়েছে ২৩ সালে বিএনপি এবং জামায়াত পাকিস্তানিদের মতোই আচরণ প্রদর্শনের মধ্য দিয়ে এটাই প্রমাণ হলো- বিএনপি-জামায়াত পাকিস্তানের বদলি খেলোয়াড়। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইনু বলেন, গণমাধ্যমের প্রসার বাংলাদেশে যেভাবে হয়েছে এটাই প্রমাণ করে জনগণের পক্ষে কথা বলার জায়গাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জনগণের ভালো-মন্দ, সুখ-দুঃখ ন্যায় নিষ্ঠার আয়না হিসেবে কাজ করছে। আশা করি, আপনারা সে দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছেন। মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
শিরোনাম: