Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দর সড়কে বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৩

  • আপডেট: ০৬:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • 2136

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে ওঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিন জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। নিহতরা হলেন রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আনার পথে রেলের এক কর্মীসহ তিন জন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম বিমানবন্দর সড়কে বাসে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ৩

আপডেট: ০৬:৩৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে ওঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিন জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। নিহতরা হলেন রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আনার পথে রেলের এক কর্মীসহ তিন জন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।