পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বর্ষীয়ন রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের তিনি মূল্যায়ন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতারা জীবনবাজি রেখে দেশকে এ পর্যায়ে নিয়ে এসেছে। দেশকে আরো একধাপ এগিয়ে নিতে আমরা অঙ্গীকারবদ্ধ । এজন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। গত ১ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি দক্ষিণ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচছা জানাতে গেলে তিনি উল্লেখিত মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মৎস্যজীবি লীগের পটিয়া উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাইফুদ্দিন ভোলা, ছাত্রনেতা শাহীনুল ইসলাম শাহীন।
শিরোনাম:
মোতাহেরুল ইসলাম চৌধুরীকে বদিউল আলমের ফুলেল শুভেচছা
- Reporter Name
- Update Time : ০৫:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- 5061
Tag :
সর্বাধিক পঠিত