Dhaka ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২৪

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • 3117

সূর্যোদয় ডেস্ক : কুমিল্লায় পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, ডেলিভারি শ্লিপ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন, বিভিন্ন সিল, প্যাড, নগদ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। গত রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, চক্রটির মূলহোতা জেলার আদর্শ সদর উপজেলার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), নগরীর বাগিচাগাঁও এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), একই গ্রামের মো. মাসুক (৫০), মো. লিটন খান ওরফে লিটন (২০), ডালিম সরকার (২০), ইরফান (২৮), শওকত আলী ওরফে শওকত আকবর (৫৪), ওজায়ের হোসেন সাকিব (২০), কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর উপজেলার কুরুইল গ্রামের আব্দুর রহিম (৩৭), আদর্শ সদর উপজেলার মূড়াপাড়া এলাকার ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের সাইফুল ইসলাম (২০), আদর্শ সদর উপজেলার শাফি (২৯) ও তুহিন (২০)। এ ছাড়া খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মাজহারুল ইসলাম (২১), বুড়িচং উপজেলার আব্দুল হান্নান বাবুল (৫৩), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাসিবুল হাসান জিমি (২৩), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের তানজিদ হাসান (২৭), দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের ইমরুল হাসান ওরফে ইমরুল (৪০), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) এবং আদর্শ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫২)। মেজর সাকিব আরও জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে রোববার বিকেল থেকে পাসপোর্ট অফিসসংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিশটি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি শ্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল সেট, সাতটি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন তারা পাসপোর্ট তৈরি করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। তিনি জানান, মূলত তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম চালাত। যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরির নামে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসত। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেয়ার পাশাপাশি দ্রæতসময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি শ্লিপ নিজেদের কাছে রেখে দিত। অপর গ্রুপটি বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারির নির্দিষ্ট তারিখ নির্ধারণ করত। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল বলে জানায়। সোমবার দুপুরের গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :
সর্বাধিক পঠিত

ময়মনসিংহে নিজ বাসার সামনে সাংবাদিককে কুপিয়ে হত্যা

পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২৪

Update Time : ০৫:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

সূর্যোদয় ডেস্ক : কুমিল্লায় পাসপোর্ট দালালচক্রের মূলহোতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট, ডেলিভারি শ্লিপ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন, বিভিন্ন সিল, প্যাড, নগদ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। গত রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, চক্রটির মূলহোতা জেলার আদর্শ সদর উপজেলার শাকতলা গ্রামের সৈয়দ ফারুক আহম্মেদের ছেলে শাকিল আহম্মেদ সুজন (৩৮), নগরীর বাগিচাগাঁও এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৭), আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো. শরীফ (৩৪), একই গ্রামের মো. মাসুক (৫০), মো. লিটন খান ওরফে লিটন (২০), ডালিম সরকার (২০), ইরফান (২৮), শওকত আলী ওরফে শওকত আকবর (৫৪), ওজায়ের হোসেন সাকিব (২০), কুমিল্লা নগরীর নতুন চৌধুরী পাড়ার দেলোয়ার হোসেন রোমান (৫২), মুরাদনগর উপজেলার কুরুইল গ্রামের আব্দুর রহিম (৩৭), আদর্শ সদর উপজেলার মূড়াপাড়া এলাকার ইশান আহম্মেদ রাব্বি (২৩), চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার মগধারা গ্রামের মোতাচ্ছের আহম্মদের ছেলে মুজিবুর রহমান (২১), কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের সাইফুল ইসলাম (২০), আদর্শ সদর উপজেলার শাফি (২৯) ও তুহিন (২০)। এ ছাড়া খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে রুহুল আমিন রুবেল (৩০), কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটরা গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে মাজহারুল ইসলাম (২১), বুড়িচং উপজেলার আব্দুল হান্নান বাবুল (৫৩), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাসিবুল হাসান জিমি (২৩), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের তানজিদ হাসান (২৭), দেবিদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের ইমরুল হাসান ওরফে ইমরুল (৪০), বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর গ্রামের আবুল কালাম আজাদ (৫৫) এবং আদর্শ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল কাইয়ুম (৫২)। মেজর সাকিব আরও জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে রোববার বিকেল থেকে পাসপোর্ট অফিসসংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিশটি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি শ্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, একটি মোবাইল সেট, সাতটি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা পাসপোর্ট দালালচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন তারা পাসপোর্ট তৈরি করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন। তিনি জানান, মূলত তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম চালাত। যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরির নামে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসত। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেয়ার পাশাপাশি দ্রæতসময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি শ্লিপ নিজেদের কাছে রেখে দিত। অপর গ্রুপটি বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারির নির্দিষ্ট তারিখ নির্ধারণ করত। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতি মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল বলে জানায়। সোমবার দুপুরের গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।