চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও গরীব শিক্ষার্থীরা পেল ২ লাখ ১৭ হাজার ৮৯৬ টাকার বৃত্তি। স্কুলের প্রাক্তন ছাত্র ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ জেড এম নাসির উদ্দীন প্রতিষ্ঠিত দিলারা অ্যান্ড নাছির ট্রাস্ট ফান্ড, প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী অমিতাভ দত্ত প্রতিষ্ঠিত অমিতাভ দত্ত- পূরবী দত্ত ট্রাস্ট ফান্ড এবং প্রাক্তন ছাত্র সমিতির স্মৃতি ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি কলামিস্ট মুহাম্মদ মুসা খানের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দীন আহমদ। অতিথি ছিলেন কমিটির অভিভাবক সদস্য তিলক দত্ত, দাতা সদস্য অমিতাভ দত্ত, মাস্টার সমীরণ বড়ুয়া ও কায়সার চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর আলী, সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম, তপন দত্ত, মুবাশ্বরুল মাহমুদ, জাহিদ হাসান, আবদুল মালেক, পান্না নাথ, ফাল্গুনী দে, কনিকা শীল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুজিবুর রহমান খান বিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরেন। সভাপতির বক্তব্যে কলামিস্ট মুসা খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের প্রজন্ম হলো, ভাগ্যবান প্রজন্ম। তোমাদের হাতের মুঠোয় সমগ্র পৃথিবী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট, চ্যাট জিপিটি, গুগল, মাইক্রোসফট – এই শব্দগুলো আমরা শুনিনি, তোমরা এসব শুনেছ, এবং এর মাধ্যমে জ্ঞান আহরণ করে এগিয়ে যাচ্ছো। সুতরাং প্রযুক্তির ভালো ব্যবহার করতে হবে, প্রযুক্তির খারাপ ব্যবহার ও অতিরিক্ত ব্যবহার মানুষকে ধ্বংস করে দিতে পারে। তিনি সবাইকে নিয়মিত স্কুলে আসার এবং শিক্ষকদের পাঠদান অনুসরণ করার জন্য পরামর্শ দেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ কমর উদ্দিন। অনুষ্ঠানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের হাতে দিলারা অ্যান্ড নাছির ট্রাস্ট ফান্ড হতে ১২৪৭২৯, অমিতাভ দত্ত-পূরবী দত্ত ট্রাস্ট ফান্ড হতে ৪৩১৬৭ এবং প্রাক্তন ছাত্র সমিতির স্মৃতি ট্রাস্ট হতে ৫০০০০ টাকা বৃত্তি তুলে দেওয়া হয়।
০৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: