রিপন বেপারী : রঙ্গনা সিনেমার শুটিংয়ের জন্য দেশে ফিরছেন শাবনূর। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আরাফাত হোসেন। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করলেও গত বছর হঠাৎ করেই অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। নাম লিখিয়েছেন টানা দুটি সিনেমায়। এর মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংয়েও অংশ নেন তিনি, যা তার প্রত্যাবর্তনের প্রজেক্ট হিসেবে পরিচিত। ২০২৩ সালের এপ্রিলে প্রথম ধাপের শুটিং করেন শাবনূর। তখনই জানিয়েছিলেন, নিজেকে আরও প্রস্তুত করে বাকি অংশের শুটিংয়ে ফিরবেন। পরিকল্পনা ছিল ২০২৪ সালের ৮ আগস্ট থেকে দ্বিতীয় ধাপের কাজ শুরু করার। কিন্তু দেশের রাজনৈতিক-সামাজিক অস্থিরতায় তা আর সম্ভব হয়নি। এখন সব প্রস্তুতি সম্পন্ন। আশা করছি ডিসেম্বরেই আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করব। চলচ্চিত্রটিতে শাবনূরের পাশাপাশি রয়েছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ। থাকছে তিনটি মৌলিক গান-লিখেছেন কবির বকুল, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন তন্ময় মুক্তাদির।
০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: