চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সোনারখীল বনলতা একতা সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ জুন) বিকেলে ওই ইউনিয়নের সোনারখীল গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক নাছির উদ্দিন হায়দার বিপ্লব। এ সময় উপস্তিত ছিলেন ভূজপুর থানা যুবদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওসমান গণি মারুফ, ২ নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান, সোনারখীল এটিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, দুবাই প্রবাসী মো. ইউসুফ, ব্যাংক কর্মকর্তা মো. আলাউদ্দিন, মো. ইউনুস, ফটিকছড়ি উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক আমানুল্লাহ আমান। এতে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ রিপন। টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি নাছির উদ্দিন হায়দার বিপ্লব বলেন, খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি। আগামীতে আবারও এ খেলার আয়োজন করার জন্য অনুরোধ জানান তিনি। ফুটবল টুর্নামেন্টে প্রজাপতি সোনার খিল ২-১ গোলে সোনার খিল রয়েল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার দেয়া হয়।
০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম: