০৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম কারাগারে স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু

  • আপডেট: ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • 3

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নির্যাতনে এক স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু হয়েছে। কারা কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি জানিয়েছেন। মৃত ফারজান হোসেন সজীব (৩৬) চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। সূত্র জানায়, সজীব স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের রাজনীতিতে জড়িত ছিলেন। গত ২৬ মার্চ রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সজীবকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সারাবাংলাকে বলেন, সজীব ২৭ মার্চ থেকে কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। আজ (শুক্রবার) সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
চিকিৎসকের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে সজীবের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বলে জেল সুপার জানান। এদিকে চমেক হাসপাতালে উপস্থিত সজীবের স্বজনরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, সজীবের শরীরের নির্যাতনের একাধিক চিহ্ন আছে।

সর্বাধিক পঠিত

ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নে পাহাড় কেটে পুকুর ভরাট

চট্টগ্রাম কারাগারে স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু

আপডেট: ০৯:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নির্যাতনে এক স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু হয়েছে। কারা কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি জানিয়েছেন। মৃত ফারজান হোসেন সজীব (৩৬) চট্টগ্রাম নগরীর বকশিরহাট এলাকার রামজয় মহাজন লেইনের বাসিন্দা মো. রফিকের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। সূত্র জানায়, সজীব স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড পর্যায়ের রাজনীতিতে জড়িত ছিলেন। গত ২৬ মার্চ রাতে নগরীর কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সজীবকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ডাকাতির প্রস্তুতির একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন সারাবাংলাকে বলেন, সজীব ২৭ মার্চ থেকে কারাগারের যমুনা ভবনের সাত নম্বর ওয়ার্ডে ছিলেন। আজ (শুক্রবার) সকালে সজীব বুকে ব্যাথা অনুভব করার কথা জানালে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।’
চিকিৎসকের প্রতিবেদনে হৃদরোগে আক্রান্ত হয়ে সজীবের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বলে জেল সুপার জানান। এদিকে চমেক হাসপাতালে উপস্থিত সজীবের স্বজনরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, সজীবের শরীরের নির্যাতনের একাধিক চিহ্ন আছে।