০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫

  • আপডেট: ০২:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • 6

রাঙামাটি প্রতিনিধি : চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক এলাকার নুর নাহার এবং হাটহাজারীর ছত্তারঘাট এলাকার মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাবার বাগান এলাকায় চট্টগ্রামমুখি অটোরিকশার সঙ্গে রাঙামাটিমুখি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম নগরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

সর্বাধিক পঠিত

ভারতের গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ৫

আপডেট: ০২:১৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটি প্রতিনিধি : চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেতবুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তার অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন—রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক এলাকার নুর নাহার এবং হাটহাজারীর ছত্তারঘাট এলাকার মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে রাবার বাগান এলাকায় চট্টগ্রামমুখি অটোরিকশার সঙ্গে রাঙামাটিমুখি পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম নগরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ বলেন, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।