গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার (১০ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী মোড়ে সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জেরে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী মোড়ে মেসবাহের এক সমর্থক ক্যালেন্ডার বিতরণ করতে গেলে তাকে মারধর করে সেলিমের কয়েকজন কর্মী-সমর্থক। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌরঙ্গীর মোড়ে অবস্থান নেয়। তাদের আসার খবর পেয়ে মেসবাহ সমর্থকরা একই স্থানের দিকে জড়ো হতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের সহস্রাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে উভয়পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষের খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শিরোনাম: