Dhaka ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গনপিঠুনির ভয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

  • Reporter Name
  • Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • 45

মো. মোতাহার আলী : বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল ৫ আগস্ট সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার তাৎক্ষণিক এ সিদ্ধান্তে কয়েকজন এমপি-মন্ত্রী দেশ ছাড়তে না পেরে আটকে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে গনপিঠুনির ভয়ে তিনি দেশে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে একটি সুত্র জানিয়েছেন। সূত্র মতে, গত শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি। গত ৩ আগস্ট শনিবার রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটযোগে আপাতত সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি। তিনি পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিশেষ করে সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

Tag :
সর্বাধিক পঠিত

গনপিঠুনির ভয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

Update Time : ০২:১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪

মো. মোতাহার আলী : বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন অবসান ঘটেছে। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল ৫ আগস্ট সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ ছেড়ে যান শেখ হাসিনা। তার তাৎক্ষণিক এ সিদ্ধান্তে কয়েকজন এমপি-মন্ত্রী দেশ ছাড়তে না পেরে আটকে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। বর্তমানে গনপিঠুনির ভয়ে তিনি দেশে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে একটি সুত্র জানিয়েছেন। সূত্র মতে, গত শনিবার (৩ আগস্ট) বিকেল থেকে কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান। পরে বৈরী পরিস্থিতি বিবেচনায় তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি। গত ৩ আগস্ট শনিবার রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের পরিবারের সদস্যরা ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটযোগে আপাতত সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি। তিনি পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ দেশেই আত্মগোপনে আছেন বলে জানা যায়। বিশেষ করে সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।