সুব্রত শুভ্র: চট্টগ্রামে নাশকতা ও তাণ্ডবের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে চরম ক্ষোভ বিরাজ করছে সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে। জানাগেছে, বিগত ১৪ বছরে ক্ষমতার স্বাদ নিয়ে টাকার পাহাড় গড়ে তুলে পদ-পদবি নিয়ে নেতারা সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা ও তাণ্ডবের সময় লুকিয়ে ছিলেন। তবে গত ১৬ জুলাই মঙ্গলবার নাশকতাকারীদের বিরুদ্ধে চট্টগ্রামের তরুণ আওয়ামীলীগনেতা হেলাল আকবর চৌধূরী বাবর মাঠে না নামলে পুরো চট্টগ্রাম শহর জ্বালিয়ে দিতো নাশকতাকারীরা। জানা গেছে, গত ১৬ জুলাই মঙ্গলবার প্রায় আড়াই ঘণ্টা কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর দুপুরে কোটাবিরোধী আন্দোলনকারীদের আড়ালে ছদ্দবেশে মাঠে নামে জামায়াত শিবিরের ক্যাডাররা। এরপর থেকে শুরু হয় নাশকতা। ব্যাপক তাণ্ডব চালানো হয় মুরাদপুরসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। আগুন দিয়ে লুটপাট করা চেষ্ঠা করা হয় চট্টগ্রামের গুরুতপূর্ণ স্থাপনায়। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে শুনে হেলাল আকবর চৌধূরী বাবর ১৬ জুলাই মঙ্গলবার চট্টগ্রামের আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের ছদ্দবেশে মাঠে নামা জামায়াত শিবিরের ক্যাডারদের প্রতিহত করার নির্দেশ দেন। হেলাল আকবর চৌধূরী বাবরের নির্দেশে মুরাদপুর বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা প্রস্তুতিও নিতে থাকেন। ওই দিন ১৬ জুলাই মঙ্গলবার কোটাবিরোধী আন্দোলনকারীদের আড়ালে ছদ্দবেশে জামায়াত শিবিরের ক্যাডাররা একটি মিছিল বের করে নগরীর মুরাদপুর বহদ্দারহাটসহ নগরীর বিভিন্ন এলাকা অবরোধের চেষ্টা চালানো হয়, সেসময় বিভিন্ন মার্কেটে ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চলে। এসময় নাশকতা ঠেকাতে নেতা-কর্মীদের নিয়ে মাঠে নামেন হেলাল আকবর চৌধূরী বাবর। এসময় হেলাল আকবর চৌধূরী বাব কে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালানোর চেষ্ঠা করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা মুরাদপুরে বেলাল মসজিদের পাশের বিল্ডিংয়ে ছাদে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের বিল্ডিংয়ে ছাদ থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করে। এসময় ককটেল ও গুলি ছুড়লে শুরু হয় সংঘর্ষ। কিন্তু হেলাল আকবর চৌধূরী বাবর পরিস্থিতি মোকাবেলা করতে নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেতা-কর্মীদের নিয়ে টহল শুরু করেন। এক পর্যায়ে হেলাল আকবর চৌধূরী বাবর পরিস্থিতি মোকাবেলা করতে নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেতা-কর্মীদের নিয়ে টহল শুরু করলে শত শত নাশকতাকারীরা পিছু হটে। এরপর হেলাল আকবর চৌধূরী বাবর সন্ধ্যায় নেতা-কর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকাতে টহল দিতে শুরু করেন। পরে তিনি নেতা-কর্মীদের নিয়ে রাতভর চট্টগ্রাম শহরে অবস্থান করেন। জানাগেছে, চট্টগ্রামের তরুণ আওয়ামীলীগনেতা হেলাল আকবর চৌধূরী বাবর ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম রনি ছাড়া পরিস্থিতি মোকাবেলা করতে কাউকে চট্টগ্রামের রাজপথে দেখা যায় নাই। এমনকি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরকেও এসময় রাজপথে দেখা যায়নি। অপরদিকে হেলাল আকবর চৌধূরী বাবরের শক্ত অবস্থানের কারণে চট্টগ্রাম শহরে নাশকতা চালাতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। গত পাঁচদিনে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে এ নিয়ে চট্টগ্রামসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের অভ্যন্তরেই শুরু হয় নানান আলোচনা সমালোচনা। দলের নেতা-কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ওপর। নাম প্রকাশ না করার শর্তে মহানগর আওয়ামী লীগের এক প্রবীণনেতা দৈনিক সূর্যোদয়কে বলেন, নগরীতে অনেক আওয়ামী লীগ নেতা আছেন। কিন্তু এক হেলাল আকবর চৌধূরী বাবর আর তারপন্থী লোকজন ছাড়া মাঠে দেখলাম না কাউকেই। মহানগর যুবলীগের লীগের সহ-সভাপতি নূরুল আনোয়র বলেন, চট্টগ্রামের পরিস্থিতি দেখে মনে হচ্ছে এক হেলাল আকবর চৌধূরী বাবর ছাড়া কোথাও কেউ নেই। পদ-পদবির জন্য শত শত কর্মী নিয়ে যাদের মিছিল করতে দেখি, কেন্দ্রীয় নেতারা এসে যাদের গুণকীর্তন করেন, যারা নিজেকে সাহসী দাবি করেন, তাদেরও দেখা পাইনি। দলের ক্ষুব্ধ কর্মী-সমর্থকরা বলেন, যারা গর্তে লুকিয়ে আছেন, আশা করবো তারা সেখানেই থাকবেন। পরিবেশ-পরিস্থিতি ভালো হওয়ার পর মাঠে নামলে তাদের লজ্জিত হতে হবে আমাদের কাছে। এদিকে নারায়ণগঞ্জের ঘটে যাওয়া ঘটনা ও তৃণমূলের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে হেলাল আকবর চৌধূরী বাবর দৈনিক সূর্যোদয়কে বলেন, জামায়াত-শিবিরের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে এই ধ্বংসলীলার হাত থেকে বাঁচাতেই মাঠে নেমেছিলাম। কে নামেননি বা নামতে পারেননি সেটা আমার কাছে কোনো ম্যাটার না। হেলাল আকবর চৌধূরী বাবর বলেন, আমার মনে হয় ক্ষমতার সুবিধা নিয়ে কারা দেশের এমন ক্রান্তি লগ্নে ঘুমিয়ে আছেন আর এই চরম মুহূর্তেও বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন তাদের চিহ্নিত করার সময় এসেছে। দলের সাংগঠনিক ভিত্তিকে গোছানো ও মজবুত না করতে পারলে সামনে এর চেয়েও বেশি ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে।
শিরোনাম:
হেলাল আকবর চৌধূরী বাবর মাঠে না নামলে পুরো শহর জ্বালিয়ে দিতো নাশকতাকারীরা
-
সুব্রত শুভ্র
- আপডেট: ০৫:০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- 150
সর্বাধিক পঠিত