তপন তালুকদার: রাজধানী ঢাকায় ১৮০ মিনিটের বৃষ্টিতে পানি জমে দুর্ভোগে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত এই তিন ঘণ্টা বা ১৮০ মিনিটে মোট ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। ১২ জুলাই শুক্রবার ভোর থেকে শুরু হওয়া মুষলধারার বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, মিরপুর, ধানমন্ডি, বনানী, মোহাম্মদপুর, মালিবাগ-মগবাজার, বসুন্ধরা আবাসিক এলাকা, বাংলামোটর, বাড্ডা, আজিমপুর, শান্তিনগর এলাকার সড়কে কোমর পানি জমে গেছে। এর মধ্যে ধানমন্ডি ২৭, গ্রিন রোড, মিরপুর ও মগবাজার এলাকার প্রধান সড়কসহ প্রায় সব অলিগলিতে হাঁটু সমান পানি। এতে একদিকে যেমন দুর্ভোগে পড়েছেন পথচারী, অন্যদিকে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার মাঝে আটকে থাকতে দেখা গেছে। এদিকে দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১২ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এদিকে আজ সাপ্তাহিক সরকারি ছুটির দিন হলেও বেসরকারি চাকরিজীবী কিংবা খেটে খাওয়া মানুষ যারা জীবিকার টানে ঘরের বাইরে বের হয়েছেন, তারা পড়েছেন সবচেয়ে দুর্ভোগে। তবে সব ছাপিয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের। সকালের বৃষ্টিতে যানবাহন স্বল্পতায় তাদের যেমন বিপাকে পড়তে হয়েছে। আবার পরীক্ষা শেষে বের হয়ে পড়তে হচ্ছে জলাবদ্ধতার মধ্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আজ আরও বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আবার কমে আসতে পারে।
১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীতে ১৮০ মিনিটের বৃষ্টিতে পানি জমে দুর্ভোগে নগরবাসী
-
তপন তালুকদার
- আপডেট: ০৫:০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
- 117
সর্বাধিক পঠিত