০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের তাহিরপুরে একটি গাভীর একসঙ্গে দুটি বাছুর প্রসব

মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। ২৯ জানুয়ারি  রবিবার  সন্ধ্যা চারটার রাতে তাহিরপুর সদর ইউনিয়নের ভাঠি তাহিরপুর গ্রামের মহিবুরের এক সাথে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়। গাভীর মালিক মহিবুর রহমান বলেন, আমার গরুটা যখন গাভীন ছিল সাধারণ গরু যেমন থাকে আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়,আমাদের পরিবার অনেক আনন্দিত কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি। আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ বলেন, মাঝেমধ্যে শোনা যায় একটি গাভীর দুইটি বাচ্চা হয়,খবর পেয়েছি ভাঠি তাহিরপুর গ্রামের মহিবুর রহমানের গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে,শুনে খুব ভালো লাগলো মহিবুর দিন মজুর মানুষ তাকে বলা হয়েছে বাচ্ছা দুইটার ভালো ভাবে যত্ন নেওয়ার জন্য,গাভীর যেকোনো প্রয়োজনে প্রাণিসম্পদ অফিসে সাথে যোগাযোগ করার জন্য।

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জে এনসিপির মঞ্চে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলা

সুনামগঞ্জের তাহিরপুরে একটি গাভীর একসঙ্গে দুটি বাছুর প্রসব

আপডেট: ০৬:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

মনিরাজ শাহ, তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। ২৯ জানুয়ারি  রবিবার  সন্ধ্যা চারটার রাতে তাহিরপুর সদর ইউনিয়নের ভাঠি তাহিরপুর গ্রামের মহিবুরের এক সাথে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়। গাভীর মালিক মহিবুর রহমান বলেন, আমার গরুটা যখন গাভীন ছিল সাধারণ গরু যেমন থাকে আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়,আমাদের পরিবার অনেক আনন্দিত কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি। আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. হাবিব আহমদ বলেন, মাঝেমধ্যে শোনা যায় একটি গাভীর দুইটি বাচ্চা হয়,খবর পেয়েছি ভাঠি তাহিরপুর গ্রামের মহিবুর রহমানের গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে,শুনে খুব ভালো লাগলো মহিবুর দিন মজুর মানুষ তাকে বলা হয়েছে বাচ্ছা দুইটার ভালো ভাবে যত্ন নেওয়ার জন্য,গাভীর যেকোনো প্রয়োজনে প্রাণিসম্পদ অফিসে সাথে যোগাযোগ করার জন্য।