খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী মো. শহীদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি -চট্টগ্রাম সড়কের হাতিমুড়ার সিকান্দর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শান্তি পরিবহনের একটি বাস খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় হাতিমুড়া এলাকায় খাগড়াছড়িগামী মোটর সাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী মো. শহীদুলকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে যায়।