সূর্যোদয় প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদী, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, চাঁদপুর ও শরীয়তপুরে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে নরসিংদীতেই মারা গেছেন পাঁচজন। এছাড়া পাবনায় দুইজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুইজন, কুড়িগ্রামে দুইজন, সুনামগঞ্জে একজন, চাঁদপুরে একজন ও শরীয়তপুরে একজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
নরসিংদী
নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে মৃতরা হলেন- রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন্নাহার (৪৫), একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২), মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে প্রবাস ফেরত রায়হান মিয়া (২৫), নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া মহল্লার সুকুমার রায়ের ছেলে শুপ্তকর (১৪) ও শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)। স্বজন ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুরে বাড়ির সামনের মাঠে ফুটবল খেলছিল কয়েকজন কিশোর। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে জাবেদ মিয়া আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুপুরে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামে বাড়ির পাশের ঈদগাঁহ মাঠে দাঁড়িয়ে ছিলেন কাতার থেকে ৩ মাসের ছুটিতে আসা রায়হান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়া মহল্লার পুকুরে গোসল করতে গেলে বজ্রপাতে মারা যায় শহরের সাঠিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শুপ্তকর (১৪)। এদিকে, মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান শিবপুরের দক্ষিণ সাদারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)। এর আগে সকালে খড়ের গাদা তৈরি করার জন্য বাড়ির পাশের একটি জমি থেকে খড় আনতে যান শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের সামসুন্নাহার। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাবনা
পাবনার ভাঙ্গুড়ায় মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মৃতরা হলেন-চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল হোসেন (১৯) ও রমিজ উদ্দিন (৩০)। এ সময় বজ্রপাতে আরও অন্তত ১৩ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এদিকে বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে মিত্র চাকমা জানান, দুপুরে উপজেলার মানিকপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মনু মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের উলিপুর ও চিলমারী উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মাঠে কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন, উলিপুর শাহাজালাল (৪৫) অপরজন চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগানবাড়ী এলাকায় অবরু শেখ (৫০)। অপরদিকে, উলিপুর উপজেলায় বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে থেতরাই ইউনিয়নের চর গোড়াইপিয়ারে শাহাজালাল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি দলদলিয়া ইউনিয়নের গণক পাড়ার রহিজউদ্দিনের ছেলে।
সুনামগঞ্জ
সুনামগঞ্জে নদীপথে ট্রলারে ধান পরিবহনের সময় বজ্রপাতে ওমর মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মপাশা উপজেলার ৪ নং জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের সীমের খাল (বরাইয়া) নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মৃত ওমর মিয়া ধর্মপাশা উপজেলার বাদে হরিপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। ওমর জয়স্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। পুলিশ জানায়, সকালে ধর্মপাশা থানাধীন ৪নং জয়শ্রী ইউনিয়নের অন্তর্গত বাদে হরিপুর গ্রামের সীমের খাল (বরাইয়া) নদীতে ট্রলারযোগে ধান নিয়ে যাওয়ার সময় বজ্রপ্রাতে ওমর নৌকা থেকে নদীর পানিতে পড়ে যায়। দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর মাছ ধরার জাল দিয়ে ঝলসানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও ৩ জন বজ্রপাতের তীব্র শব্দে আহত হন।
চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে মো. হাছান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের পশ্চিম ছোটসুন্দর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হাছান মিজি ওই গ্রামের গফুর মিজি বাড়ির মৃত মো. কলোমদ্দিন মিজির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
শরীয়তপুর
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বজ্রপাতে মো. মাঈনুদ্দিন মান্দ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কোদালপুর ইউনিয়নের রশিদ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাঈনুদ্দিন মান্দ ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের মৃত আব্দুস সাত্তার মান্দের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
শিরোনাম:
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু
- Reporter Name
- Update Time : ০৪:৩৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- 2370
Tag :
সর্বাধিক পঠিত