মিশু দাশ : অনতিবিলম্বে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে, এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনও সেশনজট তৈরি হতে পারবে না। যতদিন বিশ্ববিদ্যালয় গঠন না হবে ততদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে এই দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আজ বুধবার ৩০ অক্টোবর বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাবে অবরোধ করেন তারা। এদিকে, সায়েন্সল্যাব মোড় ব্লকেড করার কারণে ওই এলাকার আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে দিনের শুরুতেই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
শিরোনাম:
সায়েন্সল্যাবে অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীদের
- মিশু দাশ
- Update Time : ০২:৫৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- 6
Tag :
সর্বাধিক পঠিত