সূর্যোদয় ডেস্ক : মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠানের ১ম পর্বে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কারসহ সংঘদান, ভিক্ষুসঙ্গকে পিন্ডদান অনুষ্ঠিত। গত ২৬শে অক্টোবর শনিবার অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানশেষ হয়। অনুষ্ঠানের ২য় পর্বে শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাথেরো মহোদয়ের সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত কে.আনন্দ নায়েকা মহাথেরো,প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত শ্রীমৎ প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথেরো, প্রধান দেশক হিসেবে ছিলেন- ড.বরসম্বোধি মহাথেরো , বিশেষ অতিথি ডক্টর নাগসেন মহাথেরো,শ্রীমৎ প্রিয়দর্শী মহাথেরো,শ্রীমৎ বিজয়ানন্দ মহাথেরো,শ্রীমৎ জ্যোতিস্যার থেরো, শ্রীমৎ কল্যাণরত্ন থেরো,শ্রীমৎ চন্দ্রজ্যোতি থেরো, শ্রীমৎ বুদ্ধপ্রিয় থেরো, ভদন্ত শাক্যবংশ ভিক্ষু প্রমূখ। এতে অতিথি ছিলেন ডা: উত্তম বড়ুয়া, ডক্টর ছন্দা বড়ুয়া, বাবু উদয়ন বড়ুয়া ও বাবু টিংকু বড়ুয়া। উদযাপন পরিষদের পক্ষ থেকে পূজনীয় ভিক্ষুসংঘদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন বাবু পুলক বড়ুয়া,বিজন বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া দেবু, অসীম বড়ুয়া, রাহুল বড়ুয়া, প্রমেশ বড়ুয়া, প্রাণেশ বড়ুয়া, রিপন বড়ুয়া, হিমু বড়ুয়া, হীরক বড়ুয়া। বাংলাদেশ তথা বহিঃবিশ্বে থেরাবাদী বুদ্ধ ধর্ম নবজাগরনে অগ্রনী ভুমিকা রাখতে উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট পাঁচ সংঘ মনিষীকে সম্মানা শ্মারক প্রদান করেন। সংঘ মনিষী বহু গ্রন্থের প্রনয়তা শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাথেরকে শ্মারক প্রদান করেন বাবু তাপস বড়ুয়া (রিপন) অনুষ্ঠানে আশির্বাদক শ্রীমৎ কে আনন্দ মহাথের শ্মারক প্রদান করেন শ্রীদীপ বড়ুয়া নিপু,বিশিষ্ট পন্ডিত, সাহিত্যিক ও লেখক শ্রীমৎ বয়োসম্বোধি মহাথের বাব পুলক বড়ুয়া,বিশিষ্ট সংগঠক,সংঘমনিষী শ্রীমৎ প্রজ্ঞাবারিধি সুমেধান্দদ মহাথের শ্মারক প্রধান করেন বাবু জুয়েল বড়ুয়া,জ্ঞান ভান্ডার বিশিষ্ট পন্ডিত ভদন্ত ডক্টর নাগ সেন মহাথের শ্মারক প্রদান করেন বাবুপংকজ বড়ুয়া,আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধবিহারের প্রতিষ্ঠাতা, কর্মবীর শ্রীমৎ বুদ্ধপ্রিয় থের শ্মারক প্রদান করেন বাবু ছোটন বড়ুয়া। পুজনীয় ভিক্ষু সংঘের মঙ্গলাচরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা এবং লিপিকা বড়ুয়া পরিচালনায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে দানোত্তম কঠিন চীবরদানের মূল অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সংগীতে অংশগ্রহণ করেন, পিম্পা বড়ুয়া, জয়ীতা বড়ুয়া, উর্মি বড়ুয়া, দীপাবড়ুয়া পূর্নতা বড়ুয়া পায়েল, জুলি বড়ুয়া, কৌশিকা বড়ুয়া, অন্তরা বড়ুয়া, নাওমি বড়ুয়া, প্যারিসা বড়ুয়া, রাজর্ষি বড়ুয়া, প্রিসিলা বড়ুয়া, এমিলি বড়ুয়া, জ্যাকলিন বড়ুয়া, জয়ন্তিকা বড়ুয়া, পুংকর বড়ুয়া, অর্ণব বড়ুয়া, সৌমিক সিংহ, আভীক সিংহ, জিনিয়া বড়ুয়া এবং তবলায় সহযোগীতায় ছিলেন বাবু সত্যজিৎ বড়ুয়া,শব্দ নিয়ন্ত্রণে বাবু শুভ মুৎসুদ্দী। উদ্বোধনী বক্তব্য রাখেন আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধ প্রিয় থের। স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপনী পরিষদের সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ বড়ুয়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সভাপতি বাবু রিটন বড়ুয়া রিজু, পঞ্চশীল প্রার্থনা করেন বাবু দেশপ্রীয় বড়ুয়া টিংকু। প্রধান অতিথি প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো বলেন, ফ্রান্সের বুকে বৌদ্ধ জাতির এই মিলন মেলার, সুষ্ঠু পরিচালনা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ।
শিরোনাম:
ফ্রান্সে আন্তর্জাতিক বুদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবরদান উদযাপন
- Reporter Name
- Update Time : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- 3
Tag :
সর্বাধিক পঠিত