Dhaka ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ধোবাউড়া সীমান্তে যুবকের মৃত্যু, লাশ নিয়ে গেছে বিএসএফ

  • Reporter Name
  • Update Time : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • 12

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে যান। ওই দিন রাতে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর আর রেজাউল ফেরত আসেনি। উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ করেনি। মরদেহ তারা নিয়ে গেছেন, ফেরত আনার বিষয়ে আজ ২৬ অক্টোবর শনিবার তাদের আরেকটি চিঠি দেওয়ার কথা রয়েছে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বিভিন্ন মাধ্যমে সীমান্তে তার মৃত্যুর খবর জেনেছি।

Tag :

ধোবাউড়া সীমান্তে যুবকের মৃত্যু, লাশ নিয়ে গেছে বিএসএফ

Update Time : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজাউল ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে যান। ওই দিন রাতে সীমান্তে গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। এরপর আর রেজাউল ফেরত আসেনি। উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। তবে চিঠিতে মৃত্যুর কারণ বা কেন সে ভারতে প্রবেশ করেছেন তা উল্লেখ করেনি। মরদেহ তারা নিয়ে গেছেন, ফেরত আনার বিষয়ে আজ ২৬ অক্টোবর শনিবার তাদের আরেকটি চিঠি দেওয়ার কথা রয়েছে। এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার বলেন, রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। বিভিন্ন মাধ্যমে সীমান্তে তার মৃত্যুর খবর জেনেছি।