বিনোদন ডেস্ক : ব্যক্তিজীবন, পড়াশোনা, সাংবাদিকতা আর চাকরির সুবাদে মিডিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন শবনম ফারিয়া। গত ঈদে সাজিন আহমেদ বাবুর অনুরোধে ‘ভারপ্রাপ্ত বউ’ নাটকে অভিনয় করেছিলেন। এতে তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে ফিরেছেন একেবারে নতুন লুকে। ওজনও কমিয়েছেন শবনম। ফের বিয়ের খবর নয়। তিনি শুরু করছেন বিচারকের ক্যারিয়ার! আদালতের এজলাসে নয়, তিনি বসছেন একটি রিয়েলিটি শো’য়ের বিচারকের আসনে। এটি কমেডিভিত্তিক শো। নাম ‘হা শো’। এনটিভিতে যা চলছে গত ছ’বছর ধরে। সপ্তম আসরে তিন প্রধান বিচারকের মাঝের সিটে বসতে যাচ্ছেন তিনি। তার দুই পাশে থাকছেন দুই খান। না শাকিব খান-জায়েদ খান নন। থাকছেন অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। শবনম বলেন, সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। জানা গেছে, এরই মধ্যে দেশের নানা অঞ্চলের প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে বিভিন্ন পর্বের স্টুডিও শুটিংয়ের কাজ শুরু হয়েছে স্টুডিওতে। ২০১০ সালে ‘হা শো’-এর ফাইনালিস্ট পারফর্মার ছিলেন আবু হেনা রনি। এবারও তিনি এর উপস্থাপনার দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন যৌথভাবে কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।
শিরোনাম:
বিচারকের পরিচয়ে ফিরছেন শবনম ফারিয়া
- Reporter Name
- Update Time : ০২:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- 6
Tag :
সর্বাধিক পঠিত