Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চরেও কর্মসংস্থান সৃষ্ঠি চান চিত্রনায়িকা মাহিয়া মাহি

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • 47

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমার ইচ্ছে আছে। আমি এই এলাকায় মিল করব, ফ্যাক্টরি করব। যাতে আমার ভাইয়েরা এই এলাকায় কাজ করতে পারে। যেন কর্মসংস্থান হয়। ।

১ জানুয়ারি সোমবার সকালে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে গিয়ে ভোটারদের এই প্রতিশ্রæতি দেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে মাহি বলেন, আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন, আমার মতো সাহসী মানুষ একটাও এখানে দাঁড়ায়নি। আমি একটা মেয়ে মানুষ হয়ে যতো সাহস রাখি, আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে দেখবেন কি হয়! এ সময় স্থানীয় লোকজন হাততালি দিতে থাকেন। ভিড়ের ভেতর থেকে এক ব্যক্তি মাহিকে প্রশ্ন করেন, ভোট কি সঠিক হবে? মাহি বলেন, ভোট শুধু একবার আপনারা দিয়ে দেখেন। সিল তো আপনার মারতে হবে। তখন আরেকজন বলেন, সিল তো মারব। লাঠি দেখিয়ে কাইড়্যাহ লিবে না তো? এইডা ভয় আমারেহ। সিল হবে, চুরি যেন না হয়। মাহি বলেন, আপনারা এখানে ১৬ হাজার মানুষ না? যদি ৫ হাজার জনও ভোট চুরি করতে আসে, আপনারা যদি তাদের ঘেরাও করেন তাহলে কেউ পারবে? পারবে না। মাহি বলেন, আপনার সিল দিয়ে ভাগ্য পরিবর্তন করতে হবে। তা না হলে এই ভাঙা রাস্তা ভাঙাই থাকবে। মাহির নির্বাচনী এলাকায় ভারতীয় সীমান্ত লাগোয়া শুধু এই ইউনিয়নটি চরাঞ্চল। যেতে হয় পদ্মা নদী পার হয়ে। এ ইউনিয়নে ভোটার প্রায় ১৬ হাজার। তাদের কাছে যেতে সকাল সকাল নৌকায় চড়ে বসেন মাহি।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

চরেও কর্মসংস্থান সৃষ্ঠি চান চিত্রনায়িকা মাহিয়া মাহি

Update Time : ০৪:২০:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমার ইচ্ছে আছে। আমি এই এলাকায় মিল করব, ফ্যাক্টরি করব। যাতে আমার ভাইয়েরা এই এলাকায় কাজ করতে পারে। যেন কর্মসংস্থান হয়। ।

১ জানুয়ারি সোমবার সকালে গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে গিয়ে ভোটারদের এই প্রতিশ্রæতি দেন তিনি। ভোটারদের উদ্দেশ্যে মাহি বলেন, আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দেখেন, আমার মতো সাহসী মানুষ একটাও এখানে দাঁড়ায়নি। আমি একটা মেয়ে মানুষ হয়ে যতো সাহস রাখি, আপনারা সবাই যদি পাশে থাকেন তাহলে দেখবেন কি হয়! এ সময় স্থানীয় লোকজন হাততালি দিতে থাকেন। ভিড়ের ভেতর থেকে এক ব্যক্তি মাহিকে প্রশ্ন করেন, ভোট কি সঠিক হবে? মাহি বলেন, ভোট শুধু একবার আপনারা দিয়ে দেখেন। সিল তো আপনার মারতে হবে। তখন আরেকজন বলেন, সিল তো মারব। লাঠি দেখিয়ে কাইড়্যাহ লিবে না তো? এইডা ভয় আমারেহ। সিল হবে, চুরি যেন না হয়। মাহি বলেন, আপনারা এখানে ১৬ হাজার মানুষ না? যদি ৫ হাজার জনও ভোট চুরি করতে আসে, আপনারা যদি তাদের ঘেরাও করেন তাহলে কেউ পারবে? পারবে না। মাহি বলেন, আপনার সিল দিয়ে ভাগ্য পরিবর্তন করতে হবে। তা না হলে এই ভাঙা রাস্তা ভাঙাই থাকবে। মাহির নির্বাচনী এলাকায় ভারতীয় সীমান্ত লাগোয়া শুধু এই ইউনিয়নটি চরাঞ্চল। যেতে হয় পদ্মা নদী পার হয়ে। এ ইউনিয়নে ভোটার প্রায় ১৬ হাজার। তাদের কাছে যেতে সকাল সকাল নৌকায় চড়ে বসেন মাহি।