০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের চন্দনাইশে শেখ কামালের জন্মদিন পালন

  • আপডেট: ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 72

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৫ আগস্ট শনিবার দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবৃন্দ।

সভায় ইউএনও জিমরান মোহাম্মদ সায়েক তাঁর বক্তব্যে বলেন, চিরতারুণ্যের প্রতীক শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্র নামক ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক।

উল্লেখ্য যে, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তাঁর পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

চিন্ময় দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার

চট্টগ্রামের চন্দনাইশে শেখ কামালের জন্মদিন পালন

আপডেট: ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৫ আগস্ট শনিবার দিবসটি উপলক্ষ্যে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবৃন্দ।

সভায় ইউএনও জিমরান মোহাম্মদ সায়েক তাঁর বক্তব্যে বলেন, চিরতারুণ্যের প্রতীক শেখ কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিবাহিনীর গেরিলা যুদ্ধের অন্যতম সংগঠক। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েও শেখ কামাল খুবই সাধারণ জীবনযাপন করতেন। তিনি ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়াচক্র নামক ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করেছেন। এছাড়া বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন ঢাকা থিয়েটার ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক।

উল্লেখ্য যে, ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা-মা ভাইসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। পরে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালসহ তাঁর পরিবারের আত্মার শান্তিকামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।