Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 23

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ১৫টির মত বসতঘর। এতে ১২ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ।

৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুরগুরি পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে উল্লিখিত এলাকার সিরাজুল ইসলামের রান্না ঘরের চুল্লী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পরবর্তীতে পার্শ্ববর্তী ঘর গুলোতে ছড়িয়ে পড়লে এতে টিনের চালা ও টিনের বেড়া দেওয়া সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, সেলিম উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে ক্ষতিগ্রস্ত হয় ১৫ টির মত বসতঘর।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্ট্রেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েনের নেতৃত্ব ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে ক্ষতিগ্রস্থরা বলেন, ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়। এতে ৫টির মত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতি হয়েছে।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

Update Time : ০৪:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ৫ টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও ১৫টির মত বসতঘর। এতে ১২ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ।

৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গুরগুরি পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে উল্লিখিত এলাকার সিরাজুল ইসলামের রান্না ঘরের চুল্লী থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পরবর্তীতে পার্শ্ববর্তী ঘর গুলোতে ছড়িয়ে পড়লে এতে টিনের চালা ও টিনের বেড়া দেওয়া সিরাজুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, সেলিম উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল উদ্দিনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে ক্ষতিগ্রস্ত হয় ১৫ টির মত বসতঘর।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্ট্রেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েনের নেতৃত্ব ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে ক্ষতিগ্রস্থরা বলেন, ঘর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্ণায়েন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হয়। এতে ৫টির মত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আরও বেশ কয়েকটি ঘর ক্ষতি হয়েছে।