Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধস

  • Reporter Name
  • Update Time : ০২:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
  • 32

চট্টগ্রাম ব্যুরো : ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৪ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় ওই এলাকায় সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সড়ক থেকে মাটি সরিয়ে ফেলে। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে নগরের বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। সড়কে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতের ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। একারণে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধস

Update Time : ০২:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৪ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসময় ওই এলাকায় সড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে সড়ক থেকে মাটি সরিয়ে ফেলে। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করে নগরের বাকলিয়া, চকবাজার, কাতালগঞ্জ, শুলকবহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। সড়কে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন। যাতায়াতের ক্ষেত্রে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।

চট্টগ্রামের পতেঙ্গা দপ্তরের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি ধর বলেন, বাংলাদেশের ওপর এখন মৌসুমি বায়ু সক্রিয়। একারণে বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। টানা আরও দুই থেকে তিন দিন এভাবে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে।