Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়ায় ইউএনও’র নির্দেশ অমান্য করে, সরকারি ড্রেনে দেয়াল নির্মাণ

  • Reporter Name
  • Update Time : ০১:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 52

চট্টগ্রাম ব্যুরো : পটিয়ায় কৃষি জমির পানি সরবরাহের ড্রেনে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুল হামিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে কৃষকদের পক্ষে মোহাম্মদ নাছির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার উজিরপুর, তিয়ারকুল, উনাইনপুরা- এ তিন গ্রামে চাষাবাদের পানি সরবরাহের জন্য সরকারিভাবে নির্মিত দীর্ঘদিনের পাকা ড্রেন বন্ধ করে দিয়ে একই পথে দেয়াল নির্মাণ করেছেন পাশের গ্রামের মৃত মীর আহমদের পুত্র আবদুল হামিদ। এর প্রেক্ষিতে স্থানীয় কৃষকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে গত ৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে দেয়ালের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সীমানা নির্ধারণ করে দেন। এরপরও এ নির্দেশনা অমান্য করে গত ১৯ জুলাই অভিযুক্ত আবদুল হামিদ আবারো দেয়াল নির্মাণের কাজ শুরু করে পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ ঘটনাস্থলে এসে পুনরায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কোনো নির্দেশনা না মেনে আবদুল হামিদ আবারো তরিঘরি করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে স্থানীয় কৃষকরা রবিবার তাকে বাধা দিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, কৃষকদের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বন্ধ রেখে পরবর্তিতে ড্রেনের পাশে জায়গা রেখে ওয়াল নির্মাণের নির্দেশ দিয়েছি।

Tag :
সর্বাধিক পঠিত

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে দিনদুপুরে গুলি করে হত্যা

পটিয়ায় ইউএনও’র নির্দেশ অমান্য করে, সরকারি ড্রেনে দেয়াল নির্মাণ

Update Time : ০১:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

চট্টগ্রাম ব্যুরো : পটিয়ায় কৃষি জমির পানি সরবরাহের ড্রেনে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবদুল হামিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে কৃষকদের পক্ষে মোহাম্মদ নাছির উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের কৃষি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার উজিরপুর, তিয়ারকুল, উনাইনপুরা- এ তিন গ্রামে চাষাবাদের পানি সরবরাহের জন্য সরকারিভাবে নির্মিত দীর্ঘদিনের পাকা ড্রেন বন্ধ করে দিয়ে একই পথে দেয়াল নির্মাণ করেছেন পাশের গ্রামের মৃত মীর আহমদের পুত্র আবদুল হামিদ। এর প্রেক্ষিতে স্থানীয় কৃষকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে গত ৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে দেয়ালের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং সীমানা নির্ধারণ করে দেন। এরপরও এ নির্দেশনা অমান্য করে গত ১৯ জুলাই অভিযুক্ত আবদুল হামিদ আবারো দেয়াল নির্মাণের কাজ শুরু করে পানি সরবরাহের পথ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালান। খবর পেয়ে জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ ঘটনাস্থলে এসে পুনরায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কোনো নির্দেশনা না মেনে আবদুল হামিদ আবারো তরিঘরি করে বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে স্থানীয় কৃষকরা রবিবার তাকে বাধা দিয়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, কৃষকদের অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বন্ধ রেখে পরবর্তিতে ড্রেনের পাশে জায়গা রেখে ওয়াল নির্মাণের নির্দেশ দিয়েছি।