সূর্যোদয় প্রতিবেদক : সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে পদযাত্রার কর্মসূচিতে অংশ নিতে গাবতলী এলাকায় জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এরই মধ্যে প্রায় সড়কের একাংশ বন্ধ গেছে।
১৮ জুলাই মঙ্গলবার গাবতলী মাজার রোড ও শাহী জামে মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়। পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের একটাই দাবি নিত্যপণ্যের দাম কমানো ও নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়া।
গাবতলীতে সঙ্গে কথা হয় গুলশান থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। তিনি বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। তাই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।