চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমানকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। গত ১৫ জুলাই শনিবার চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরে আলম মিনা স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে।
বদলির কারণ প্রশাসনিক বলে উল্লেখ করা হলেও কিন্তু এই বদলির কোন একটি রহস্য রয়েছে জানিয়েছেন একটি সুত্র।
জানা যায়, গত বছরের ১৬ জানুয়ারি চট্টগ্রামের লোহাগাড়া থানায় ওসি হিসেবে যোগ দেন আতিকুর রহমান। যোগদানের তিন মাস পর তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হন।
দেড় বছরের মাথায় এবার তাকে লোহাগাড়া ছাড়তে হলো।