চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নং দাঁতমারা ইউনিয়নের ২ নং ইসলামপুর আওয়ামী লীগের সভাপতি মো. রাসেলকে স্থানীয় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের প্রধান ও ইসলামপুর গ্রামের রাবার চোর সিন্ডিকেটের সদস্য আবুল কাশেমের ছেলে বিএনপি ক্যাডার সবুজ মিয়া হত্যার হুমকি দিয়েছে।
ভুজপুর থানায় আওয়ামী লীগের সভাপতি মো. রাসেল এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। মোবাইল ফোনে মো. রাসেলকে হুমকি দেয়ার একটি কল রেকর্ডও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন। জানা গেছে, সম্প্রতি দাঁতমারায় ঘটে যাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বিএরপির হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ক্যাডার সবুজ মিয়া এই হত্যার হুমকি দিয়েছেন।
এক সূত্রে জানা যায়, স্থানীয় রাবার চোর সিন্ডিকেটের সদস্য আবুল কাশেমের ছেলে বিএনপি ক্যাডার সবুজ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী।