বাবুল শেখ, সাভার থেকে : রাজধানীর প্রবেশমুখ সাভারে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। এতে দেখা দেয় যানজট। ঢাকার প্রবেশমুখ আমিনবাজার, বিরুলিয়া ও আশুলিয়ায় চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে ভোর থেকেই। অনেক যাত্রীবাহী পরিবহনকে রাজধানী প্রবেশে অনুমতি দেয়নি পুলিশ। আজ ১২ জুলাই বুধবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে বসানো হয় চেকপোস্ট।
রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরেই নেওয়া হয়েছে এ তল্লাশি। তবে পুলিশের দাবি, জঙ্গি ও দাগী আসামি ধরতেই এ অভিযান। যাত্রীদের অভিযোগ, সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে হঠাৎ ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশের চেকপোস্ট শুরু হয়। এ সময় অনেক বাসকে ঢাকায় ঢুকতে না দেওয়ারও অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ঢাকায় আদালত চত্বর থেকে যে দুজন জঙ্গি পালিয়েছিল তাদের তথ্য পাওয়া গেছে। তারা এদিক দিয়েই যেতে পারে। তাই জঙ্গি ধরতে চিরুনি অভিযান চলছে।