টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় বাসচাপায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।
আজ ৫ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।