Dhaka ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টিকিট নেই ২৬-২৮ জুনের

  • Reporter Name
  • Update Time : ১২:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • 49

সূর্যোদয় প্রতিবেদক : আগামী ২৯ জুন উদযাপিত হবে মুসলিম ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সড়কপথে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা।

তবে মূল ঈদযাত্রা শুরু হবে বৃহস্পতিবার থেকে। ইতোমধ্যে আগামী ২৬-২৮ জুনের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পরিবহন কাউন্টারগুলো।
২১ জুন বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই বাড়ির পথ ধরেছেন। কাউন্টারগুলোতে বেড়েছে ব্যস্ততা। বেশির ভাগ বাসই প্রায় ভর্তি হয়ে টার্মিনাল ছাড়ছে। অনেক যাত্রী আবার ঈদের আগের অগ্রিম টিকিটের জন্য আসছেন। তবে আগামী ২৬ থেকে ২৮ জুনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তাদের খালি হাতে ফিরতে হচ্ছে।

ঈদুল আজহার সরকারি ছুটি ২৭ থেকে ৩০ জুন। তবে টিকিট না পাওয়াসহ সড়ক পথে যানজটের ভোগান্তি এড়াতে কয়েক দিন সময় হাতে নিয়েই বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। এসব যাত্রীদের বেশির ভাগ শিক্ষার্থী ও গৃহিণী। অনেকে আবার কোরবানির গরু কেনার জন্য আগেভাগে ঢাকা ছাড়ছেন।

গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার আইনুল খান আসিফ বলেন, আগামীকাল থেকে অগ্রিম টিকিটের যাত্রীরা বাড়ি ফিরবেন। তবে আজ থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। কারণ ঈদের আগে যানজটের ভোগান্তি পোহাতে হয়। এরই মধ্যে আমাদের অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। ২৬-২৮ জুনের কোনো সিট খালি নেই।

শ্যামলী কাউন্টারের মাস্টার মো. মনির হোসেন বলেন, ঈদের সময় টিকিট না পাওয়াসহ সড়কে দীর্ঘক্ষণ যানজট আটকে থাকতে হয়। তাই যারা চাকরিজীবী তারা তাদের পরিবারের লোকজনকে এখনই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নিজে ঈদের আগে যাবেন। এছাড়া অনেক শিক্ষার্থী আজ থেকে যাওয়া শুরু করেছেন। আজ যেসব গাড়ি যাচ্ছে, সেগুলো প্রায় ভরেই ঢাকা ছাড়ছে।

গ্রামীণ ট্র্যাভেলসের কাউন্টার মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, যাদের কাজ নেই, তারা আগে ভাগেই চলে যাচ্ছে। তবে কর্মজীবীরা যাবে ২৫ তারিখের পর। তখন শুধু অগ্রিম টিকিটের যাত্রীরাই যাবে। সাধারণ যাত্রীরা সিট পাবে না। আজকে থেকে অনেকে যাওয়া শুরু করলেও, মূল চাপটা শুরু হবে আগামীকাল থেকে।

আগামী ২৬-২৮ জুনের কোনো সিট খালি নেই জানিয়ে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার নোমান সরদার বলেন, মূল ঈদযাত্রা আগামীকাল থেকে শুরু হলেও আজ থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে।

Tag :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে সরকার

টিকিট নেই ২৬-২৮ জুনের

Update Time : ১২:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : আগামী ২৯ জুন উদযাপিত হবে মুসলিম ধর্মালম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সড়কপথে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর বাসিন্দারা।

তবে মূল ঈদযাত্রা শুরু হবে বৃহস্পতিবার থেকে। ইতোমধ্যে আগামী ২৬-২৮ জুনের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পরিবহন কাউন্টারগুলো।
২১ জুন বুধবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই বাড়ির পথ ধরেছেন। কাউন্টারগুলোতে বেড়েছে ব্যস্ততা। বেশির ভাগ বাসই প্রায় ভর্তি হয়ে টার্মিনাল ছাড়ছে। অনেক যাত্রী আবার ঈদের আগের অগ্রিম টিকিটের জন্য আসছেন। তবে আগামী ২৬ থেকে ২৮ জুনের সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় তাদের খালি হাতে ফিরতে হচ্ছে।

ঈদুল আজহার সরকারি ছুটি ২৭ থেকে ৩০ জুন। তবে টিকিট না পাওয়াসহ সড়ক পথে যানজটের ভোগান্তি এড়াতে কয়েক দিন সময় হাতে নিয়েই বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। এসব যাত্রীদের বেশির ভাগ শিক্ষার্থী ও গৃহিণী। অনেকে আবার কোরবানির গরু কেনার জন্য আগেভাগে ঢাকা ছাড়ছেন।

গাবতলী বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার আইনুল খান আসিফ বলেন, আগামীকাল থেকে অগ্রিম টিকিটের যাত্রীরা বাড়ি ফিরবেন। তবে আজ থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। কারণ ঈদের আগে যানজটের ভোগান্তি পোহাতে হয়। এরই মধ্যে আমাদের অগ্রিম টিকিট প্রায় শেষ হয়ে গেছে। ২৬-২৮ জুনের কোনো সিট খালি নেই।

শ্যামলী কাউন্টারের মাস্টার মো. মনির হোসেন বলেন, ঈদের সময় টিকিট না পাওয়াসহ সড়কে দীর্ঘক্ষণ যানজট আটকে থাকতে হয়। তাই যারা চাকরিজীবী তারা তাদের পরিবারের লোকজনকে এখনই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নিজে ঈদের আগে যাবেন। এছাড়া অনেক শিক্ষার্থী আজ থেকে যাওয়া শুরু করেছেন। আজ যেসব গাড়ি যাচ্ছে, সেগুলো প্রায় ভরেই ঢাকা ছাড়ছে।

গ্রামীণ ট্র্যাভেলসের কাউন্টার মাস্টার জাহাঙ্গীর হোসেন বলেন, যাদের কাজ নেই, তারা আগে ভাগেই চলে যাচ্ছে। তবে কর্মজীবীরা যাবে ২৫ তারিখের পর। তখন শুধু অগ্রিম টিকিটের যাত্রীরাই যাবে। সাধারণ যাত্রীরা সিট পাবে না। আজকে থেকে অনেকে যাওয়া শুরু করলেও, মূল চাপটা শুরু হবে আগামীকাল থেকে।

আগামী ২৬-২৮ জুনের কোনো সিট খালি নেই জানিয়ে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার নোমান সরদার বলেন, মূল ঈদযাত্রা আগামীকাল থেকে শুরু হলেও আজ থেকেই মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে।