বিনোদন ডেস্ক : বুবলীর সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান পরিস্কার করে শাকিব খান জানান, বুবলীকে আর শাকিব খানের সঙ্গে অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও আর দেখা যাবে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীকে প্রশ্ন করা হয়, শাকিবের সঙ্গে সংসার করা হবে কি-না? জবাবে নায়িকা বলেন, সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে…আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়, যেই মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল। বুবলী যোগ করেন, অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন।
এদিকে শাকিব খান জানিয়েছিলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়।