সূর্যোদয় প্রতিবেদক : মতিঝিল থেকে কমলাপুর অংশে মেট্রোরেলের কাজের অগ্রগতি সাড়ে পাঁচ শতাংশ বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। আগামী ২০২৫ সালের জুনে এই অংশের উদ্বোধন করা যাবে বলে আশা মেট্রোরেল কর্তৃপক্ষের।
১৮ জুন রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আয়োজিত এক সেমিনারে এমএএন সিদ্দিক বলেন, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৭৬ শতাংশ। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পূর্ত কাজের অগ্রগতি ৯৪ দশমিক ৩২ শতাংশ। প্রধানমন্ত্রী নির্দেশনায় মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ চলমান রয়েছে। এ অংশের কাজের অগ্রগতি ৫ দশমিক ৩৭ শতাংশ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর অংশের উদ্বোধন করা যাবে বলে আশা করছি। ইলেকট্রনিক ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি হয়েছে ৮৯ দশমিক ৭১ শতাংশ।’
চলতি বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করা হবে বলেও জানান মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এছাড়াও ছিলেন সংসদ সদস্য রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ আরও অনেকে।