০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি নির্বাচনে নতুন মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ

  • আপডেট: ০৬:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • 104

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সর্বমোট ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। গতকাল ১২ জুন সোমবার রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আবুল খায়ের আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। সিটি নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ১৭৭। শতকরা ভোটের হার ৫১ দশমিক ৪৬ শতাংশ। এবার ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট হয়েছে। হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনব্যাপী কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, ফল ঘোষণা শুরুর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে নগরীর চাঁদমারীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বরিশাল ও খুলনা সিটির ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন।

এই নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন সাত হাজার ৯৯৯, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৬৫, জাকের পার্টির মিজানুর রহমান গোলাপ ফুল প্রতীকে দুই হাজার ৫৪৬, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান হাতি প্রতীকে এক হাজার ৫২৯ ও স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার হরিণ প্রতীকে ২ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম কারাগারে স্বেচ্ছাসেবক লীগে নেতার মৃত্যু

বরিশাল সিটি নির্বাচনে নতুন মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ

আপডেট: ০৬:৫১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩

বরিশাল প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। সর্বমোট ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। গতকাল ১২ জুন সোমবার রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আবুল খায়ের আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। সিটি নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ১৭৭। শতকরা ভোটের হার ৫১ দশমিক ৪৬ শতাংশ। এবার ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট হয়েছে। হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনব্যাপী কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, ফল ঘোষণা শুরুর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে নগরীর চাঁদমারীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বরিশাল ও খুলনা সিটির ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন।

এই নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন সাত হাজার ৯৯৯, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৬৫, জাকের পার্টির মিজানুর রহমান গোলাপ ফুল প্রতীকে দুই হাজার ৫৪৬, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান হাতি প্রতীকে এক হাজার ৫২৯ ও স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার হরিণ প্রতীকে ২ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।