চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি জাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি হাসান বৈদ্যকে গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। আজ ১০ মে শনিবার লোহাগাড়া সদরের বটতলী মোটর স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর একটি বিক্ষোভ মিছিল বটতলী মোটর স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অর্থ সম্পাদক খোকন সুশীল।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক জাহেদের ওপর হামলাকারী হাসান বৈদ্যকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।