Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিএনপি

সূর্যোদয় প্রতিবেদক : বিদ্যুতের দাবিতে মতিঝিলের ওয়াপদা ভবনে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবনে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পৌঁছে দেন।

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মতিঝিল বিদ্যুৎভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে নয়াপল্টন থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা মিছিল করে নটরডেম কলেজের সামনে যান। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেডের সামনে রিজভী বক্তব্য রাখেন।

রিজভী বলেন, বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট। তার মধ্যে শুধু মাত্র ৪৯টি কোনও রকম চালু আছে। ১০৪টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেলো। আপনার (সরকারের) এক এমপি বলেছিলেন, ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেলো?’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর শরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
সর্বাধিক পঠিত

ঢাকা টু আগরতলা লংমার্চের ঘোষণা বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠন

বিদ্যুতের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিএনপি

Update Time : ১০:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

সূর্যোদয় প্রতিবেদক : বিদ্যুতের দাবিতে মতিঝিলের ওয়াপদা ভবনে স্মারকলিপি দিয়েছে বিএনপি। ৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিলের ওয়াপদা ভবনে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীসহ একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি পৌঁছে দেন।

অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মতিঝিল বিদ্যুৎভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে নয়াপল্টন থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা মিছিল করে নটরডেম কলেজের সামনে যান। সেখানে পুলিশ ব্যারিকেড দেয়। পুলিশের ব্যারিকেডের সামনে রিজভী বক্তব্য রাখেন।

রিজভী বলেন, বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট। তার মধ্যে শুধু মাত্র ৪৯টি কোনও রকম চালু আছে। ১০৪টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেলো। আপনার (সরকারের) এক এমপি বলেছিলেন, ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেলো?’

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর শরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।