চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার একটি ব্রিজের রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় ফেরদৌস আলম (৩১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মৌলভীপাড়ার আবুল হোসেনের ছেলে। ২৮ মে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ভেল্লাপাড়া ব্রিজের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার দৈনিক সূর্যোদয়কে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহতের বাবার সাথে কথা বলে জানতে পারি পরিবারের সঙ্গে তার মনোমালিন্য ছিল। সেই কারণে ফেরদৌস আলম আত্মহত্যা করতে পারে।