সাভার প্রতিনিধি : সাভারে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পলাশ চন্দ্র (৩৭) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ২৫ মে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত ২টার দিকে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, নিহত পলাশ চন্দ্র পিরোজপুরের মঠবাড়িয়া থানার বেতমোর গ্রামের মাখন লাল চন্দ্রের ছেলে। তিনি আশুলিয়ার জালালাবাদ এলাকার আজিজের বাড়িতে ভাড়া থেকে খেজুরবাগানের এপিক গ্রুপ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
নিহতের পরিবার জানায়, কারখানা ছুটির পর পলাশ বাসার উদ্দেশ্যে রওনা করেন। তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের ফুটওভার ব্রিজ পার হয়ে আরিচামুখী লেনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা পুলিশের সহায়তায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত পোশাক শ্রমিকের মোবাইল ফোন ও মানিব্যাগ তার পকেটেই ছিল। তার কোনোকিছু খোয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্ত শেষে সঠিক তথ্য জানা যাবে।
শিরোনাম:
সাভারে ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের
- দৈনিক সূর্যোদয়
- Update Time : ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- 2261
Tag :
সর্বাধিক পঠিত