সূর্যোদয় প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম।
২৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮০ কেন্দ্রের মধ্যে ৮টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৬৫০৪ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৩৯৪৩ ভোট পেয়েছেন।
তিন কেন্দ্রের মধ্যে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।
সূত্রে জানা যায়, এই কেন্দ্রে মোট ১৮০৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২৯৩, জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৫৩২, আতিকুল ইসলাম (মাছ) ২৪, নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩১, গাজী আতাউর রহমান (হাত পাখা) ২৪, রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬টি, মো. হারুনুর রশিদ (ঘোড়া) ১টি, সরকার শাহনুর ইসলাম (হাতি) ১২টি ভোট পেয়েছেন। আজ এই কেন্দ্রে ১৮০৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯২৭টি। এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।