চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার হুমকির প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছেন বাঁশখালীর স্থানীয় সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। গতকাল ২২ মে সোমবার বিকেলে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেইটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে এমপি মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি।
রাজপথেই আমরা বিএনপিকে প্রতিরোধ করবো। অতীতে বিএনপি- জামাত যেভাবে আগুন সন্ত্রাস করেছে সেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে আমরা তাদেরকে ঘর থেকে বের হতে দেবো না।
এমপি মোস্তাফিজ অস্ত্র হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার বিষয়ে মিছিলে উপস্থিত থাকা বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আমাদের এমপি মিছিলে যে অস্ত্রটি প্রদর্শন করেছেন সেটি ওনার লাইসেন্স করা,এটি নিজের নিরাপত্তার জন্য তিনি প্রদর্শন করেছেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দফতর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র এডভোকেট তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদাত আলম, মুজিবুল হক চৌধুরী, কফিল উদ্দিন, তাজুল ইসলাম, ইবনে আমিন, নীল কণ্ঠ দাশ, উসমান গনি, আ ন ম ফরহাদুল আলম, হামিদ উল্লাহ, মৌলানা আখতার হোসেন প্রমুখ।