তপন তালুকদার : শহীদ মিনার প্রাঙ্গণে নায়ক ফারুকের শেষ শ্রদ্ধায় মানুষের ঢল। আজ ১৬ মে মঙ্গলবার কিংবদন্তি চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে ভালোবাসা-শ্রদ্ধা জানাতে নেমেছে মানুষের ঢল। গত ১৫ মে সোমবার সকালে সিঙ্গাপুরে মারা গেছেন তিনি। এক দিন পর মঙ্গলবার (১৬ মে) সকালে তার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ফারুকের মরদেহ। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ফারুককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল, নাট্যদল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিশিষ্ট রাজনীতিক, সিনেমার তারকা ছাড়াও ভিড় করেন সাধারণ মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় নায়ক ফারুকের পুত্র রওশন হোসেন পাঠান শরৎ বলেন, আপনারা আমার বাবাকে শেষবারের মতো সম্মান জানাতে এসেছেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাকে মাফ করে দেবেন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। শহীদ মিনারে ফারুকের মরদেহ রাখা হয় দুপুর পৌনে ১টা পর্যন্ত। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই শ্রদ্ধাপর্ব শেষ হয়।
শিরোনাম:
শহীদ মিনার প্রাঙ্গণে নায়ক ফারুকের শেষ শ্রদ্ধায় মানুষের ঢল
- Reporter Name
- Update Time : ০৭:০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- 3657
Tag :
সর্বাধিক পঠিত