চট্টগ্রাম ব্যুরো : লোহাগাড়ায় ঝুলন্ত অবস্থায় আবিদুর রহমান (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবিদুর রহমান এলাকার হাজী বদিউর রহমানের পুত্র। গত ১০ মে বুধবার সকালে উপজেলার চরম্বায় ইউনিয়নের খলিফা পাড়ায় রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. কালু বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৯ মে মঙ্গলবার রাতে সে বাড়ি থেকে বের হয় কিন্তু রাতে বাসায় ফেরেনি। সকালে তার ঝুলন্ত মৃত দেহ দেখে স্থানীয়রা আমাকে জানালে আমি পুলিশে খবর দিয়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই) যুযুৎসুযশ চাকমা জানান, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত